Lyrics
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
আমরা ইলমের উত্তরসূরী আম্বিয়া রাসূলের
সেনানী সিফাহী আমরাই যেনো শতাব্দী ও যুগের
আমরা ইলমের উত্তরসূরী আম্বিয়া রাসূলের
সেনানী সিফাহী আমরাই যেনো শতাব্দী ও যুগের
আমরাই জ্বালি হেরার জ্যুতি পৃথিবীর সবখানে
আমরাই আনি আঁধার কেটে জীবনের আলো কেড়ে
যুগে যুগে যত ভ্রান্তি আসার ফিতনার আগমন
বুকের রক্তে করি বার বার অবসান নিরসন
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
রক্ত চোক্ষ নগ্ন থাবায় পাইনি কখনো ভয়
সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়
রক্ত চোক্ষ নগ্ন থাবায় পাইনি কখনো ভয়
সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়
দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন
সর্বাজ্ঞে বিপ্লবী হাত করেছি উত্তলন
যোজন যোজন জান করে দান হটিয়েছি শয়তান
যাদের জুলুমও নির্যাতনে দেশ ছিলো খয় প্রাণ
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
কেউ যদি চায় মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম
তবুও আমরা পিছপা হইনি দিতে হক্ব পয়গাম
কেউ যদি চায় মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম
তবুও আমরা পিছপা হইনি দিতে হক্ব পয়গাম
আমরা শিক্ষা শান্তির প্রতি করে যাই আহবান
দেখো তাহজিব আর তামাদ্দুনে আমাদের অবদান
ইন্নামা এখশাল্লহা মিন ইবাদিহিল ওলামা
(إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ)
আলেম নাহ রাহে তো দুনিয়া আওয়ার নাহ রাহে আসমা
(عالم نہ رہے تو دنیا اور نہ رہے اسماء)
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
দো জাহানে আমরা সেরা ওলামা তলাবা
আমরা ইলমে নববীর নূরানী সে আভা
ওলামা তলাবা!
No comments